বিশ্বজুড়ে আতঙ্কের নাম এইচএমপিভি: চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সংক্রমণ বৃদ্ধি
- By Jamini Roy --
- 17 January, 2025
বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। চীন, যুক্তরাষ্ট্র, ভারত এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ভাইরাসটির সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা এই ভাইরাসের ঝুঁকিতে রয়েছে।
চীনে এইচএমপিভি আক্রান্ত রোগীদের সংখ্যা দ্রুত বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে, যা কোভিড-১৯-এর প্রথম দিকের পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চীনের হাসপাতালগুলোতে রোগীদের দীর্ঘ লাইন রয়েছে। যদিও চীন সরকার এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, এসব ভিডিওর সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল, বিশেষ করে মিসৌরি, কানসাস, নেব্রাস্কা এবং আইওয়াতে এইচএমপিভি সংক্রমণের হার বাড়ছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, নমুনা পরীক্ষায় ৫.৮৩ শতাংশ রোগীর দেহে এইচএমপিভি শনাক্ত হয়েছে। এই হার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। শিশু এবং বয়স্করা বিশেষ ঝুঁকিতে রয়েছেন।
ভারতের কর্ণাটক এবং মহারাষ্ট্রসহ বেশ কিছু রাজ্যে এইচএমপিভি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে জনসমাগম এড়িয়ে চলা এবং মাস্ক পরার নির্দেশনা দিয়েছে মালয়েশিয়া সরকার।
বাংলাদেশেও এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহাখালী সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার জানান, “তিনি শুধু এইচএমপিভি সংক্রমণের কারণে মারা গেছেন, তা নিশ্চিত নয়। অন্যান্য শারীরিক জটিলতাও তার মৃত্যুর কারণ হতে পারে।”
আইইডিসিআর জানায়, ১১ জানুয়ারি একজনের দেহে এইচএমপিভি সংক্রমণের রিপোর্ট পাওয়া যায়। ওই ব্যক্তি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন।
এইচএমপিভি সাধারণত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। ভাইরাসটি সরাসরি সংস্পর্শ, হাঁচি-কাশির মাধ্যমে এবং দূষিত বস্তু বা পৃষ্ঠের মাধ্যমে ছড়াতে পারে। লক্ষণগুলোর মধ্যে রয়েছে—
- জ্বর
- কাশি
- শ্বাসকষ্ট
- গলাব্যথা
বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস মোকাবিলায় সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- জনসমাগম এড়িয়ে চলুন।
- মাস্ক ব্যবহার করুন।
- ঘন ঘন হাত ধুয়ে নিন।
- রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
বিশ্বজুড়ে এইচএমপিভি সংক্রমণের দ্রুত বৃদ্ধি বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করছে। এর প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে এটি নতুন মহামারির রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।